প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 29, 2025 ইং
বাঘারপাড়ার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ.লীগ নেতা আব্দুর রউফ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বাঘারপাড়া
(যশোর) অফিস : যশোরের বাঘারপাড়ার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ মোল্যাকে আটক করেছে থানা
পুলিশ। সোমবার ভোর রাত পৌনে চার টার দিকে উপজেলার দোহাকুলা গ্রামের নিজ
বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান।
সংশ্লিষ্ট
সূত্র জানায়, যশোরের বাঘারপাড়ায় আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে
গত বছরের ডিসেম্বরে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক
খোকন লস্কর বাদী হয়ে বাঘারপাড়া থানায় একটি মামলা করেন। ওই মামলায়
সন্দেহভাজন আসামি আব্দুর রউফকে আটক দেখানো হয়েছে। এর আগে একই মামলায় গত ৯
মে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রশিদ স্বপন ও গত ২০ জুন
নারিকেলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
বাবলু কুমার সাহা আটক করা হয়। বর্তমানে উল্লেখিত দুই ইউপি চেয়ারম্যানের
মধ্যে মনজুর রশিদ স্বপন জেলহাজতে ও বাবলু সাহা জামিনে রয়েছেন।
মামলায়
আসামিদের বিরুদ্ধে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রঘোষিত ইউনিয়ন
পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়।
বাঘারপাড়া
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, গ্রেফতার
আব্দুর রউফকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো
হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ