প্রিন্ট এর তারিখঃ Aug 2, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 31, 2025 ইং
অধ্যাপক গোলাম রসুলের হার্টে রিং স্থাপন: সুস্থতার জন্য দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার আমীর অধ্যাপক গোলাম রসুল প্রোগ্রাম চলা অবস্থায় অসুস্থতা বোধ করলে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার ইবনেসিনা হাসপাতালে মেডিকেল চেকআপ করান। চেকআপে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।
দ্রুত সাংগঠনিক ও পারিবারিক আলোচনার ভিত্তিতে তাৎক্ষণিকভাবে তার হার্টে রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সফলভাবে তার হার্টে রিং স্থাপন করা হয়েছে।
অধ্যাপক গোলাম রসুলের দ্রুত সুস্থতার জন্য সংগঠন এবং তার পরিবার যশোরবাসীসহ দেশের সর্বস্তরের জনগণের কাছে দোয়া কামনা করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস এক ফেসবুক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ