প্রিন্ট এর তারিখঃ Dec 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ 31 August 2025, 13:52 ইং
চৌগাছায় কু’প্রস্তাবে রাজী না হওয়ায় গৃহবধূর আঙ্গুল কামড়ে ছিড়ে নেয়ার অভিযোগ
চৌগাছা প্রতিনিধি : যশোরের
চৌগাছায় কু’প্রস্তাবে রাজী না হওয়ায় এক নারীর বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল
কামড়ে নেয়ার অভিযোগে তাহাজ্জুদ হোসেন ট্যানা (৪৫) নামে এক ব্যক্তিকে
গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তাহাজ্জদ হোসেন উপজেলার সুখপুকুরিয়া
ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের আমিন উদ্দীনের ছেলে।
রোববার (২৮আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার সুখকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া মাদরাসা পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ
ও স্থানীয়রা জানান, ওই গৃহবধূ (২৫) গ্রামের ব্র্যাক অফিসের পাশে বাড়িতেই
একটি মুদি দোকান পরিচালনা করেন। তার স্বামী পেশায় রাজমিস্ত্রি হওয়ায়
বিভিন্ন স্থানে কাজ করতে যান। ওই নারীর মুদি দোকানে আসার অযুহাতে গ্রামের
আমিন উদ্দীনের ছেলে তাহাজ্জুদ হোসেন ওরফে ট্যানা (৪৫) প্রায়ই গৃহবধূকে
কু’প্রস্তাব দিতেন।
রোববার দুপুরে গৃহবধূর স্বামী রাজমিস্ত্রী কাজে
বাড়ির বাইরে ছিলেন। তখন সুযোগ বুঝে অভিযুক্ত তাহাজ্জুদ হোসেন গৃহবধূকে
আবারও কু’প্রস্তাব দিতে থাকে। এতে তিনি রাজি না হলে জোর পূর্বক ধর্ষণের
চেষ্টা করে। এসময় গৃহবধূ বাধা দিলে তাহাজ্জুদ জোরাজুরি করতে থাকে।
একপর্যায়ে নারীর বাম হাতের কনিষ্ঠ আঙুল কামড় দিয়ে হাত থেকে বিছিন্ন করে
ফেলে। এসময় গৃহবধূর আর্ত-চিৎকারে প্রতিবেশিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে
অভিযুক্তের কবল থেকে গৃহবধূকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করেন। পরে
গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে অভিযুক্ত তাহাজ্জদ
হোসেনসহ চৌগাছা থানায় নেয়া হয়। সেখানে ওই নারী অভিযুক্ত তাহাজ্জদ হোসেনের
বিরুদ্ধে লিখিত এজহার দায়ের করেন।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার
সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় তাহাজ্জদ হোসেন
ট্যানাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি জানান, সোমবার গ্রেপ্তার তাহাজ্জদকে
যশোর আদালতে পাঠানো হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ