প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 31, 2025 ইং
‘দেশে যেনতেন নির্বাচন বা ফ্যাসিস্ট সরকার দেখতে চাই না,’ বললেন জামায়াত নেতা মোবারক হোসাইন

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, নির্বাচন কমিশন রোডম্যাপ তৈরি করছে, ভালো কথা। কিন্তু নির্বাচন হতে হবে পি আর পদ্ধতিতে, অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই আন্দোলনের সনদ প্রকাশ করতে হবে। আমরা চাই না আবার যেন তেন নির্বাচন হোক, কিংবা দেশে কোনো ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হোক। জামাযাত নির্বাচন চায় না এ কথা সম্পূর্ণ মিথ্যা। আমরা চাই দেশে একটি গ্রহণযোগ্য পরিবেশ তৈরি হোক, যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারে।জামায়াতে ইসলামীর যশোর জেলার উদ্যোগে মহিলা ওয়ার্ড সেক্রেটারি সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোববার সকালে যশোর জেলা পরিষদ (বিডি হল) মিলনায়াতনে অনুষ্ঠিত সম্মেলনে জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও যশোর-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আজীজুর রহমান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ডাক্তর আলমগীর বিশ্বাস।
এছাড়া আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, যশোর -৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ভিপি আব্দুল কাদের, যশোর-৬ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মোক্তার আলী, যশোর-৫ আসনের প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, অধ্যাপক আবুল হাশিম রেজা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন আবও বলেন, ২৪-এর গণআন্দোলনের ফলে ১৪ শতাধিক শহীদের রক্তের বিনিময় এ দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছে। জাতি ভেবেছিল আদর্শ সমাজব্যবস্থা ও ভারতীয় আধিপত্যবাদমুক্ত একটি দেশ গড়ে উঠবে। কিন্তু আজ আমরা দেখছি, নানা ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদী নীতি এদেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে বিপর্যস্ত করছে।
তিনি আরও বলেন, পতিত আওয়ামী লীগ সরকার দেশকে এক কারাগারে পরিণত করেছিল। সাধারণ মানুষ ও ছাত্রদের হত্যা, জামায়াাত নেতৃবৃন্দকে বিচারবহির্ভূত হত্যার মাধ্যমে দমন করার চেষ্টা করেছিল। আমরা বারবার সরকারের কাছে এসব হত্যার বিচার দাবি করেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার ছাড়া এদেশের মানুষ কোনো নির্বাচনের ফলাফল মেনে নেবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ