প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2025 ইং
পাশাপাশি চলা দুই মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ১

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে পাশাপাশি চলতে থাকা দুইটি মোটরসাইকেলের পেছনে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৪৫) নামে একজন মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় অপর এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের আলীপুর নামক স্থানে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম যশোর কোতয়ালী থানার ঘোপ জেল রোড এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আহত মো. রানা (২১) অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মহাকাল গ্রামের মো. রাজু হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে খুলনাগামী দুটি মোটরসাইকেলের পেছনে একটি ট্রাক ধাক্কা মেরে পালিয়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একজন মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যান। অপর মোটরসাইকেল চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, ‘ট্রাক ও মোটরসাইকেল দুটি একই দিকে চলছিল। ঘটনাস্থল থেকে সাইফুল ইসলাম নামে একজন মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর মোটরসাইকেল চালক রানাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মধ্যরাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
ওসি আরো বলেন, ‘দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি আটকে অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ