প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2025 ইং
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ১২ কেজি
গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শাথানার রামচন্দ্রপুর গ্রামের কাওছার আলীর ছেলে জুলফিকার আলী ভুট্টাে (৩৫)।
বুধবার
(১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানায়,শার্শা থানা এলাকার রামচন্দ্রপুর
এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামীর বসত বাড়ি হয়তে ভারতীয় গাঁজাসহ তাকে
আটক করা হয়।
শার্শা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আলিম জানান, গ্রেফতারকৃত আসামীর
বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১০, তাং-১০/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের
মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হয়েছে । এবং
আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ