প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2025 ইং
শার্শা সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পাঁচ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে
প্রবেশের সময় বাংলাদেশি পাঁচজন নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড
বাংলাদেশ বিজিবি সদস্যরা।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শার্শার কায়বা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক
ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা জেলার নলতা এলাকার মৃত ঝাড়ু বিশ্বাসের ছেলে
মকছেদ আলী বিশ্বাস (৬৫), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকার এনামুল শেখের ছেলে
আকাশ হোসেন (২৩), মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর এলাকার জালাল মোল্লার মেয়ে
সালেহা আক্তার প্রিয়া (২৭), ঢাকা জেলার মিরপুর এলাকার হুমায়ুন তারুকদারের
মেয়ে রোজিনা খানম (২৮) এবং বেনাপোল পোর্ট থানার তোতা মিয়ার মেয়ে সুফিয়া
বেগম রিনা (৪৬)।
খুলনা
ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, আটক
হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা বিওপির একটি
বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর নিকট থেকে বাংলাদেশি এই পাঁচ
নাগরিককে আটক করে। তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের
চেষ্টা করছিলেন।
সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে।
পাশাপাশি
সীমান্তবর্তী জনসাধারণকে এ বিষয়ে সচেতন করার উদ্যোগও অব্যাহত রয়েছে এবং
আটক বাংলাদেশিদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি
কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ