প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 10, 2025 ইং
যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালক ও এক শিশুর মৃত্যু

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পর্শে ইজিবাইক চালক ও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নে এবং দুপুরে শ্রীধরপুর ইউনিয়নে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের জিল্লুর শেখের ছেলে ইজিবাইক চালক আশা শেখ (২২) ও শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রামের ওবাইদুল শেখের শিশু কণ্যা রাজিয়া সুলতানা (২)। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নিজের ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন চালক আশা শেখ। পরিবারের সদস্যরা উদ্ধার করে নিকটস্থ ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে এদিন সকাল ১১ টার দিকে শিশু রাজিয়া সুলতানা ঘরের ভেতর খেলা করছিল। এসময় বৈদ্যুতিক সংযোগ থাকা একটি হোল্ডারে আঙ্গুল ঢুকিয়ে দিলে বিদ্যুৎস্পর্শে অচেতন হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের সদস্যরা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পর্শে নিহত শিশু রাজিয়া সুলতানার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া ইজিবাইক চালকের বিষয়টি ফুলতলা থানা দেখছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ