প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 13, 2025 ইং
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০.৫৮ বিলিয়ন ডলার, আইএমএফ পদ্ধতিতে ২৫.৬৭ বিলিয়ন

স্বপ্নভূমি ডেস্ক : বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে এ রিজার্ভ দাঁড়িয়েছে ২৫ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, প্রচলিত পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ কিছুটা বেশি দেখালেও আইএমএফ স্বীকৃত পদ্ধতিতে হিসাব করলে রিজার্ভ কম ধরা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানি আয়, প্রবাসী আয়ের প্রবাহ এবং বৈদেশিক ঋণের পরিশোধের চাপ রিজার্ভের ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাই আন্তর্জাতিক মানদণ্ডে রিজার্ভ পরিমাপের মাধ্যমে প্রকৃত চিত্র আরও স্বচ্ছভাবে বোঝা যায়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ