প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
মণিরামপুরে বিএনপি নেতার পদ স্থগিত: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কঠোর পদক্ষেপ

স্টাফ রিপোর্টার : যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমানের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়েছে। গুরুতর অসদাচরণ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপি তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। একই সাথে, ভবিষ্যতে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারেও কড়া হুঁশিয়ারি দিয়েছে দলটি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, খলিলুর রহমানকে এখন থেকে বিএনপির কোনো কার্যক্রমে সংশ্লিষ্ট করা যাবে না এবং তার ব্যক্তিগত অপকর্মের দায়ভার দল নেবে না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদকের চলতি দায়িত্ব পালন করবেন।
স্থানীয় বিএনপির একটি সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে খলিলুর রহমানের বিরুদ্ধে নানা গুরুতর অভিযোগ আসতে শুরু করে। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, প্রতারণা ও জমি দখলের মতো একাধিক অভিযোগ রয়েছে। এমনকি, দলের অনেক নেতাকর্মীও তার হয়রানির শিকার হয়েছেন। মণিরামপুর উপজেলা বিএনপির মাধ্যমে জেলা বিএনপির কার্যালয়ে তার বিরুদ্ধে মোট ১২টি লিখিত অভিযোগ জমা পড়েছিল, যা তদন্তে প্রমাণিত হওয়ার পর এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
একই বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি দলের সকল নেতা-কর্মীর প্রতি একটি স্পষ্ট বার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, কোনো অপরাধীর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা নিলে দলের কোনো নেতা যদি অযাচিত হস্তক্ষেপ করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, দলীয় ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো কাজের সঙ্গে জড়িত থাকলে বিএনপিতে তার কোনো স্থান থাকবে না।
এই পদক্ষেপ থেকে স্পষ্ট বোঝা যায় যে, বিএনপি তাদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর এবং অন্যায় কাজের জন্য কাউকে ছাড় দেবে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ