প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 14, 2025 ইং
জামায়াত নেতা হত্যার অভিযোগ, সাবেক ডিআইজি নাহিদুল গ্রেপ্তার

স্বপ্নভূমি ডেস্ক : সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার গভীর রাতে ইস্কাটনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং শনিবার আদালতে তোলা হয়।
জানা গেছে, তার বিরুদ্ধে মেহেরপুরে কথিত বন্দুকযুদ্ধে জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলামকে হত্যার অভিযোগ রয়েছে। এই আলোচিত ঘটনায় দায়ের করা মামলায় তিনি প্রধান অভিযুক্ত। ঘটনার সময় নাহিদুল ইসলাম মেহেরপুরের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, যার ভিত্তিতে ডিবি তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, সম্প্রতি সরকার ডিআইজি নাহিদুল ইসলামসহ চারজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ