প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 17, 2025 ইং
মণিরামপুরে ভ্রুণ হত্যার অভিযোগে শিক্ষক স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক : যৌতুকের দাবিতে মারপিট করে ভ্রুনো হত্যা অভিযোগে শিক্ষক স্বামী উজ্জল বিশ্বাসের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন তার স্ত্রী। সোমবার কেশবপুরের মধ্যকুল গ্রামের ভজন সাহার মেয়ে বৃষ্টি সাহা এ মামলা করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন মণিরামপুরের ওসিকে। আসামি উজ্জল বিশ্বাস মণিরামপুরের কুচলিয়া গ্রামের কৃষ্ণ পদ বিশ্বাসের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি উজ্জল বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মোবাইল ফোনের মাধ্যমে উজ্জললে সাথে বৃষ্টির পরিচয় ও প্রেম। উজ্জল আগের বিয়ে গোপন করে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর বৃষ্টিকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস যেতে নাযেতে আসামি উজ্জল তার স্ত্রীর করাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন। গত ৮ মার্চ উজ্জল তার অন্তঃসত্তা স্ত্রীর কাছে যৌতুক দাবি করে মারপিট করেন। তারপরও বৃষ্টি স্বামীর সংসার করছিলেন। গত ১৫ জুলাই উজ্জাল তার স্ত্রীকে যৌতুকের টাকা দাবি করে বেগম মারপিট করেন। এতে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন বৃষ্টি সাহা। গুরুতর অসুস্থ বৃষ্টিকে তার স্বামী খাটের সাথে বেধে রেখে দেয়। বৃষ্টির বাবার বাড়ির লোকজন সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। ২০ জুলাই বৃষ্টি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতানে নিয়ে ডাক্তার দেখালে গর্ভের সন্তান মারা গেছে বলে নিশ্চিত করেন। ২২ জুলাই কেশবপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে বৃষ্টি সাহা একটি মৃত সন্তান প্রসব করেন। চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে এ ঘটনায় বৃষ্টি সাহা থানায় অভিযোগ দিলে কতৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ