প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 18, 2025 ইং
দূর্গা পুজা উপলক্ষে ভারতে গেল প্রথম চালান ইলিশ

বেনাপোল প্রতিনিধি: আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে এবছর সরকার ৩৭ জন রফতানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে। বুধবার দিবাগত রাত ১ টার দিকে প্রথম চালানে বেনাপোল বন্দর দিয়ে ৬ টি প্রতিষ্ঠান ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ ভারতে রফতানি করে। প্রতিকেজি ইলিশের রফতানি মুল্য ছিল ১২ ডলার ৫০ সেন্ট। যা বাংলাদেশি অর্থে ১৫২৫ টাকা। ইলিশ রফতানি ভারতের সাথে সৌহাদ্য বাড়াবে বলছেন ব্যবসায়ীরা।
জানা যায়, ব্যবসায়ীরা দূর্গাপুজায় ইলিশ আমদানির অনুরোধ জানান অন্তবর্তীকালিন সরকারকে। এতে সরকার ৩৭ জন রফতানিকারককে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়। বুধবার রাতে প্রথম চালানে ৩৭ টন ৪৬০ কেজি ইলিশ যায় ভারতে। আগামী ০৫ অক্টোবরের মধ্যে ইলিশ রফতানি শেষ করতে নির্দেশ দিয়েছে মৎস অধিদপ্তর। গত বছর ইলিশ রফতানির অনুমতি ছিল ২ হাজার ৪২০ মেট্রিক টন। বেনাপোল বন্দর দিয়ে রফতানি হয়েছিল মাত্র ৫৩২ মেট্রিক টন।
সাধারন ক্রেতা রহমত জানান, একমাস আগে ও দেশের বাজারে প্রতিকেজি ইলিশের দাম ১৪০০ থেকে ১৫০০ টাকা হলেও এখন তা বেড়ে দাড়িয়েছে ২২০০ থেকে ২৫০০ টাকায়। ভারতে যাচ্ছে ১৫০০ টাকা দরে আর দেশের মানুষ কিনতে গেলে বেশি।
বেনাপোল বাজারের ইলিশ বিক্রেতা শহিদ জানান,সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বাজারে। রফতানিতেও কিছুটা প্রভাব পড়েছে।
ইলিশ রফতানিকারক সাইফুল ইসলাম জানান, তিনি ইলিশ রফতানির অনুমতি পেয়েছেন। ইলিশ রফতানি সামনের দিনে দুই দেশের বানিজ্য ও সৌহাদ্য সম্পর্ক্যকে জোরদার করবে।
বেনাপোল স্থলবন্দরের মৎস পরিদর্শন ও মাননিয়ন্ত্রন কেন্দ্রের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানান, প্রথম চালানে ভারতে ৩৭ টা ৪৬০ কেজি ইলিশ রফতানি হয়েছে। মান পরীক্ষা করে রফতানির অনুমতি দেওয়া হয়েছে জানান তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ