প্রিন্ট এর তারিখঃ Sep 22, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 20, 2025 ইং
অভয়নগরে খাবারের সন্ধানে লোকালয়ে হনুমান

অভয়নগর প্রতিনিধি: খাবারের সন্ধানে যশোরের অভয়নগরে লোকালয়ে ছুটে বেড়াচ্ছে বিরল প্রজাতির এক কালোমুখো হনুমান। মানুষের ভয়ে কখনও গাছে, কখনও বাড়ির ছাদে ছুটোছুটি করছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর থেকে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন আবাসিক এলাকায় হনুমানটিকে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
হঠাৎ এই বিরল প্রজাতির কালোমুখো হনুমানের আগমে শিশু থেকে সব বয়সি মানুষ এলাকায় ভিড় করছে। হনুমানটিকে দেখে কেউ এগিয়ে দিচ্ছে কলা, কেউবা দিচ্ছে বিস্কুট বা পাউরুটি। মানুষের উপস্থিতি বেড়ে গেলে এটি কখনও ঘরের ছাদে, কখনও বা গাছের ডালে লাফিয়ে বেড়াচ্ছে।
উপজেলা পরিষদ সংলগ্ন আবাসিক এলাকার বাসিন্দা ইমতিয়াজ ইয়াদ বলেন, শুক্রবার দুপুরের পর কালোমুখো হনুমানটির দেখা মেলে। কোথা থেকে এসেছে আমার জানা নেই। মানুষের উপস্থিতি বেশি হলে বসতবাড়ির ছাদে গিয়ে আশ্রয় নিচ্ছে। খাবার দিলে কাছে এগিয়ে এসে খাবার নিচ্ছে। তবে শিশুরা ঢিল ছুড়ে হনুমানটিকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে।
উপজেলার গুয়াখোলা গ্রামের ফরহাদ হোসেন বলেন, সকালের দিকে বাড়ির ছাদে একটি কালোমুখো বড় হনুমান দেখে কিছু খাবারের ব্যবস্থা করেছিলাম। সেই খাবার খেয়ে হনুমানটি লাফিয়ে আরেক বাড়ির ছাদে চলে যায়। তবে বিরল প্রজাতির এই প্রাণি দেখে শিশুরা ঢিল ছুড়ে আহত করার চেষ্টা করছে।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস বলেন, খাবারের সন্ধানে দলছুট হয়ে হনুমানটি লোকালয়ে চলে এসেছে। অতিউৎসাহী হয়ে কাছে যাবার প্রয়োজন নেই। আত্মরক্ষার্থে হনুমানটি হামলাও করতে পারে। চিন্তিত না হয়ে কিছু খাবারের ব্যবস্থা করলে তা খেয়ে প্রাণিটি অন্যত্র চলে যাবে। তার চলাফেরার খোঁজখবর রাখা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ