স্বপ্নভূমি ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় রাতভর টানা ভারী বৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচজন। বৃষ্টি ও জলাবদ্ধতার জেরে শহরের যানবাহন, রেল, মেট্রো ও ফ্লাইট চলাচলেও নেমে এসেছে বিপর্যয়।
এছাড়া আরও বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহওয়া অফিস। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, কলকাতা ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শহরের একাধিক জায়গায় রাতভর বৃষ্টিতে পানি জমে যায়। পৃথক ঘটনায় বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজিনগর, গড়িয়াহাট ও ইকবালপুরে প্রাণহানির ঘটনা ঘটে। এলাকাগুলো মূলত কলকাতার মধ্য ও দক্ষিণ অংশে অবস্থিত।
এদিকে জলাবদ্ধতায় শহরের যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। উপকণ্ঠের রেল ও মেট্রো সেবাতেও দেখা দিয়েছে সমস্যা। শহরের নিম্নাঞ্চলে বহু বসতবাড়িতে ঘরে পানি ঢুকে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছের অনেকে। বেশ কয়েকটি স্কুল আজ ছুটি ঘোষণা করেছে।