প্রিন্ট এর তারিখঃ Sep 23, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
নির্বাচনী আসন নিয়ে মির্জা ফখরুলের বির্তকিত মন্তব্য,প্রতিবাদ জানালো জামায়াত

স্বপ্নভূমি ডেস্ক :ভারতীয় গণমাধ্যম 'এই সময়'-কে দেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেছেন, বিএনপির কাছে জামায়াতের ৩০টি আসন চাওয়ার খবরটি সত্য নয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। জুবায়ের বলেন, 'নির্বাচনে আসন চাওয়ার বিষয়ে বিএনপির কোনো পর্যায়ের কারও সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি। আমার জানামতে, বিএনপির মহাসচিবের বক্তব্য সত্য নয়।'
'পিআর' আন্দোলন নিয়েও ভিন্নমত
'এই সময়'-এর ওই প্রতিবেদনে আরও বলা হয়েছিল যে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর)-এর দাবিতে জামায়াতের আন্দোলনকে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসেবে দেখছেন মির্জা ফখরুল। এ বিষয়ে জুবায়ের বলেন, 'আমরা ছাড়াও একাধিক রাজনৈতিক দল পিআর দাবিতে আন্দোলন করছে। কাউকে চাপে রাখা বা খুশি করার জন্য নয়, বরং দেশের গণতন্ত্রকে ফ্যাসিবাদের কবল থেকে রক্ষা করার জন্যই আমাদের আন্দোলন।'
'মাথায় ওঠা' নিয়ে পাল্টা মন্তব্য
মির্জা ফখরুলের আরেকটি মন্তব্য, 'জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না'–এর পরিপ্রেক্ষিতে জুবায়ের বলেন, 'কে আমাদের মাথায় তুলল কিংবা তুলল না; সেটা নিয়ে আমরা অপেক্ষা করি না, করব না। জামায়াতের রাজনীতি জনগণের কল্যাণের জন্য এবং এই ধারা সবসময় অব্যাহত থাকবে।'
ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এই সাক্ষাৎকার নিয়ে দলের কার্যকরী সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানানো হবে বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ