প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 28, 2025 ইং
কেশবপুরে পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিশাল মিছিল-সমাবেশ

কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে পিআরসহ পাঁচ দফা দাবিতে বিশাল মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওই মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। মিছিলটি কেশবপুর পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকার কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এর আগে কেশবপুর পাবলিক ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হাবিবুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, যশোর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বিল্লাল হুসাইন, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ, উপজেলা নায়েবে আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান ও উপজেলা সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কৃষিবিদ তাজামুল ইসলাম দীপুসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সমাবেশে পিআর (প্রোপোশনাল রিপ্রেজেন্টেশন)-সহ ৫ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রæয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ করা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ