প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 29, 2025 ইং
শার্শায় সাংবাদিক মনিরুল ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টর: যশোরের শার্শা উপজেলায় ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজের প্রতিনিধি মনিরুল ইসলাম মনির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত শার্শা উপজেলা পরিষদের সামনে শার্শা উপজেলা সাংবাদিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান।
মানববন্ধনে বক্তারা বলেন, ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মামলায় মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা আড়াল করে সাজানো অভিযোগকে মামলায় রূপ দেওয়া হয়েছে। তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক মনির নিঃশর্ত মুক্তির দাবি জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল প্রেসক্লাবের সভাপতি বকুল মাহবুব, শার্শা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন রহমানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের এক নারী তার ছেলেকে বলৎকারের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন। পরে শার্শা থানা পুলিশ অভিযোগটি মামলা হিসেবে রুজু করে তদন্ত ছাড়াই সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে জেলহাজতে প্রেরণ করে। এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ জানিয়ে মনিরের মুক্তি দাবি করছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ