প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
পুলিশের খোয়া যাওয়া অস্ত্র ও নির্বাচন প্রসঙ্গ: আইজিপি-র ব্রিফিং

স্বপ্নভূমি ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, পুলিশের খোয়া যাওয়া ১ হাজার ৩৫০টি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। তিনি ধারণা করছেন, এই অস্ত্রগুলো পার্বত্যাঞ্চল এবং আরসা-সহ বিভিন্ন গোষ্ঠীর হাতে চলে গেছে। তবে তিনি নিশ্চিত করেছেন যে, এই অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
আসন্ন নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি, আইজিপি বাহারুল আলম বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে পুলিশ প্রয়োজনে আরও কঠোর হবে। বর্তমানে পুলিশ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও জানান যে, নির্বাচনকে ঘিরে দেড় লাখ পুলিশ সদস্যকে পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। আইজিপি আশাবাদ ব্যক্ত করেন যে, পুলিশ নির্বাচনের দায়িত্ব পালনে পুরোপুরি সক্ষম।
দুর্গাপূজার নিরাপত্তা
এছাড়াও, পুলিশ মহাপরিদর্শক সতর্ক করে দিয়েছেন যে, দেশজুড়ে পূজামণ্ডপ ঘিরে কেউ যদি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ