প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
যশোরের অভয়নগরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজসহ সার বিতরণ

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়িতে চাষযোগ্য শীতকালীন শাকসবজি (ইনব্রিড) বীজ এবং হাইব্রিড জাতের শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে প্রশাসনিক ভবনের নিচতলায় বীজ ও সার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন, বিভিন্ন দপ্তরেরর কর্মকর্তা-কর্মচারী ও কৃষক-কৃষাণীগণ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রণোদনা কার্যক্রমের আওতায় ৮০জন কৃষককে ২০০গ্রাম করে হাইব্রিড লাউয়ের বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হয়েছে। এছাড়া ১৫০জন কৃষককে ৪০ গ্রাম করে হাইব্রিড বেগুনের বীজ, ১৫০ জনকে ৬০ গ্রাম করে হাইব্রিড মিষ্টিকুমড়ার বীজ ও ১৫০ জনকে ৪০ গ্রাম করে হাইব্রিড শসার বীজসহ প্রত্যেক কৃষককে ১০ কেজি এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৫০ জন কৃষকের মাঝে বিভিন্ন ধরণের সবজির বীজ বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ