প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 2, 2025 ইং
কেশবপুরে মাছের ঘেরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে শামীম হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির ভেতর উপজেলার সাগদত্তকাটি বিলের একটি মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে এ ঘটনাটি ঘটে। মৃত শামীম হোসেন উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের সাঈদ গাজীর ছেলে। বজ্রপাতে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাঁজিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার রেজাউল করিম।
এলাকাবাসী জানায়, বুধবার সকালে উপজেলার সাগদত্তকাটি গ্রামের কেরামত আলীর মৎস্য ঘেরে শামীম হোসেন মাছের খাবার দেওয়ার সময় বৃষ্টির ভেতর বজ্রপাত ঘটলে তার মৃত্যু হয়। এলাকাবাসী তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, মৃত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ