প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
বিস্ফোরক মামলায় যশোরের কুখ্যাত সন্ত্রাসী ভুট্টোসহ ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : বিস্ফোরক মামলায় যশোরের কুখ্যাত সন্ত্রাসী মোকছেদুর রহমান ভুট্টোসহ চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান।
অভিযুক্ত অপর আসামিরা হলো, খড়কি কবরস্থান এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে টিটু হাওলাদার, খড়কি কাসারদিঘীর পাড় এলাকার মৃত আমির আলী শেখের ছেলে কালু ও নুর ইসলামের ছেলে শাহ আলম। অভিযুক্ত সন্ত্রাসী মোকছেদুর রহমান ভুট্টো শহরের খড়কি বামন পাড়ার মফিজুল ইসলাম ওরফে মফিজের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ২০২৪ সালের ১৬ এপ্রিল রাতে ডিবি পুলিশের একটি দল খড়কি বামনপাড়ার পরিত্যক্ত বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী ভুট্টোসহ অপরিচিত কয়েকজন পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ তল্লাশি করে ৫টি বোমা, ১টি তলোয়ার, ৪টি হাসুয়া, ১টি চাইনিজ কুড়াল ও ১টি রামদা উদ্ধার করে। এ ঘটনায় এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে বিস্ফোরক আইনে কোতয়ালি থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় সন্ত্রাসী ভুট্টোসহ চারজনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত ভুট্টো বাদে সকল আসামিকে পলাতক দেখানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ