প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যানের বিরুদ্ধে যশোর আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক : প্রতারণার অভিযোগে ঢাকা ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যানের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল রোববার যশোর শহরের খড়কি ফারুক সড়কের বাসিন্দা মাহমুদা খাতুন বাদী হয়ে এই মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে ডিবি পুলিশকে প্রতিবেদন জমা দিয়োর আদেশ দিয়েছেন।
আসামিরা হলো, ঢাকার কাফরুল থানার পূর্বকাজীপাড়ার বাসিন্দা ও ইভ্যালির সিইও রাসেল এবং তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন।
মামলার অভিযোগে জানা গেছে, আসামিরা বিভিন্ন পণ্য বিক্রির জন্য ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেয়। ওই বিজ্ঞাপন দেখে একই বছরের ২০ মার্চ মাহমুদা খাতুনের ছেলে এস আকরাম একটি পালসার ও একটি এ্যাপাচি মোটরসাইকেল ক্রয়ের জন্য ২ লাখ ১২ হাজার ১৮০ টাকা জমা দেন। ১০ এপ্রিল আর একটি আরওয়ান ফাইভ মোটরসাইকেল ক্রয়ের জন্য আবারও ২ লাখ ৯৫ হাজার টাকা জমা দেন ইভ্যালিতে। টাকা জমা দেয়ার সময় হইতে ৪০ দিনের মধ্যে মোটরসাইকেল ডেলিভারী দেয়ার কথা থাকলেও তা দেয় নাই আসমিরা। ফলে বাদী তার ছেলেকে নিয়ে ঢাকায় আসামিদের অফিসে যান। সেখানে গেলে তারা মোটরসাইকেল দিতে পারবেনা জানিয়ে টাকা ফেরতের আশ্বাস করেন। দীর্ঘদিন পার হলেও আসামিরা টাকা ফেরত না দিয়ে ঘোরাতে থাকে। সবশেষ গত ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে অনলাইনের মাধ্যমে আসামিদের কাছে টাকা ফেরৎ চাইলে দিতে অস্বীকার করেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ