প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
বেনাপোল সড়কে ৪ ঘণ্টা দুর্ভোগ: বিজিবি-চালক দ্বন্দ্বে অবরোধ

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্টে বিজিবি ও পরিবহন চালকের মধ্যে অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেছে।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের (এসি) একটি বাস আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে পৌঁছালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় মোটর শ্রমিকরা প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় আমড়াখালী চেকপোস্ট থেকে ঝিকরগাছা পর্যন্ত স্থানীয় ও দূরপাল্লার পরিবহনসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লম্বা লাইন পড়ে যায়। পরে শার্শা থানা ও হাইওয়ে থানা পুলিশসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও মোটর শ্রমিক ইউনিয়নে নেতা-কর্মীদের বৈঠকে মিমাংশা ও অবরোধ তুলে নেওয়া হয়।
এ বিষয়ে তর্কিত সোহাগ পরিবহনের ড্রাইভার যশোরে ঝিকরগাছা থানার গদখালী ইউনিয়নের বেনেযালীর বাসিন্দা রেজাউল হকের ছেলে অপু জানান, তিনি আমড়াখালী বাসস্ট্রান্ডে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে আক্রমন করে কথাবার্তা বলেছেন এবং তাকে মারধর করেছেন। যা তিনি মোটর শ্রমিক সংগঠনকে জানালে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ মোটর শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।
এ বিষয়ে বেনাপোল পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, বিজিবি ও পরিবহন ড্রাইভারের মধ্যে সামান্য ভূল বোঝাবুঝির ঘটনায় একজন শ্রমিককে মারধর করা খুবই দুঃখজনক। অবশেষে বিজিবিসহ থানা ও হাইওয়ে পুলিশের উপস্থিতিতে বিষয়টি মিমাংশা হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে, আমড়াখালী চেকপোস্টে ঘটে যাওয়া এ অনাকাঙ্খিত ঘটনাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য কিছু স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছে বিজিবি কর্তৃপক্ষ। তারা জনসাধারণকে এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) মেজর নূর উদ্দিন জানিয়েছেন-যশোর একটি চোরাচালানপ্রবণ সীমান্তবর্তী জেলা হওয়ায় শার্শা থানাধীন আমড়াখালী নামক স্থানে ভারত হতে আগত চোরাচালানী মালামাল আটকের নিমিত্তে বিজিবির আমড়াখালী চেকপোস্ট নামে তল্লাশি ফাঁড়ী অনেক বছর ধরে কাজ করে আসছে। বেনাপোল টু যশোর/ঢাকাগামী যানবাহন এই স্থানে তল্লাশি করা হয়। ০৫ অক্টোবর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৯৩০ ঘটিকায় বেনাপোল হতে ঢাকাগামী সোহাগ পরিবহন (এসি) আমড়াখালী চেকপোষ্টের সামনে আসলে বিজিবি সদস্যরা নিময় অনুযায়ী থামতে বলে। উক্ত পরিবহনের ড্রাইভার রাস্তার উপরে আড়াআড়ি ভাবে রেখে বাসটি থামায়, যার ফলে রাস্তা বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এসময় দায়িত্বরত একজন বিজিবি সদস্য বাসে উঠে ড্রাইভারকে বাসটিকে রাস্তার এক পাশে নেওয়ার জন্য অনুরোধ করলে ড্রাইভার বিজিবি সদস্যের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বিজিবি সদস্যরা বিষয়টি ধৈর্য্যরে সাথে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও ড্রাইভার বাস থেকে নেমে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ অব্যাহত রাখে। এক পর্যায়ে দায়িত্বরত বিজিবি সদস্যবৃন্দ তাকে আটক করে। পরে সমঝোতার মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ