প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
যশোরের অভয়নগরে ৮ যানবাহনে ১৯ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে পরিবেশ সংরক্ষণ আইনে ৮টি যানবাহনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ অক্টোবর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক বলেন, 'পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ (২) ধারা মোতাবেক হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে খুলনা মেট্রো ট-১১-১৫৩২, ঢাকা মেট্রো ব ১৪-৪৮৮৯, যশোর ট ১১-৫৭৬২, সিলেট ট ১১-০৬৬৩, যশোর ট ১১-৫৭৬৩ ও পাবনা ট ১১-০৭০১ নম্বরের ৬টি ট্রাককে ২০০০ করে মোট ১২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ঢাকা মেট্রো ব ১৫-২১১৮ যাত্রীবাহী বাসের লাইসেন্স ও ফিটনেস না থাকায় ৫০০০ টাকা এবং হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে কুষ্টিয়া ব ১১-০০৭৪ যাত্রীবাহী বাসকে ২০০০ টাকা জরিমানা করা হয়। যশোর-খুলনা মহাসড়কে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'
অভিযানের সহযোগিতায় ছিলেন অভয়নগর থানা পুলিশের একটি চৌকস দল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ