প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

অভয়নগর প্রতিনিধি: যশোরের অভয়নগরে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ এর ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর ফুটবল একাডেমির আয়োজনে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ২য় খেলায় সাতক্ষীরার কলারোয়া ফুটবল একাডেমি ১-০ গোলে খুলনার এ্যাজাক্স ফুটবল ক্লাবকে হারিয়ে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়। খেলার প্রথমার্ধের ১৫ মিনিটে কলারোয়া দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সাইফুল দলের পক্ষে একমাত্র গোলটি করেন। খেলা শেষে সাইফুলকে সেরা খেলোয়াড় হিসেবে পুরষ্কৃত করা হয়।
২য় খেলার সভাপতিত্ব করেন, সাবেক কৃতি ফুটবলার জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথি ছিলেন, নওয়াপাড়া পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল
ইসলাম পপলু। টুর্নামেন্ট কমিটি জানায়, ৮ দলীয় এই ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলা বুধবার (৮ অক্টোবর) একই মাঠে বিকাল সাড়ে ৩ টায় খুলনা জেলা ফুটবল একাদশের মুখোমুখি হবে যশোর জেলা ফুটবল একাদশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ