প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
রাশিয়া-আফগানিস্তান বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সামরিক ঘাঁটি নিয়ে

স্বপ্নভূমি ডেস্ক: রাশিয়া কর্তৃক তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পর প্রথমবারের মতো মস্কোতে সরাসরি বৈঠকে মিলিত হলো দুই দেশ। আলোচনায় বসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি নিয়ে স্পষ্ট বার্তা আদান-প্রদান করা হয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, মাদক, সন্ত্রাস এবং সংগঠিত অপরাধ দমনে মস্কো আফগানিস্তানকে সহযোগিতা করতে প্রস্তুত। তিনি আফগান জনগণের জন্য শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে রাশিয়া সব ধরনের সহায়তা দেবে বলেও আশ্বাস দেন।
এর জবাবে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি আফগান আমিরাতকে স্বীকৃতি দেওয়ার জন্য রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আফগানিস্তানের মাটিতে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন নিয়ে তালেবানের অবস্থান। মুত্তাকি স্পষ্টভাবে জানান, কোনো পরিস্থিতিতেই আফগানিস্তানের মাটিতে বিদেশি সামরিক ঘাঁটি অনুমোদন করা হবে না, যার মধ্যে যুক্তরাষ্ট্রের পুরনো বাগরাম বিমান ঘাঁটিও রয়েছে।
অন্যদিকে, রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ নিশ্চিত করেন যে, আফগানিস্তানে ঘাঁটি খোলার কোনো পরিকল্পনা মস্কোর নেই।
একই সময়ে অন্য এক বৈঠকে রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সন্ত্রাসমুক্ত আফগানিস্তানের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়। পাকিস্তানের বিশেষ দূত জানান, সন্ত্রাস দমনে সব দেশ মিলে সমন্বিত পদক্ষেপ নেবে। বৈঠকে আফগানিস্তানের মানবিক সংকট নিয়েও আলোচনা হয়।
বিশ্লেষকরা মনে করছেন, বিদেশি সামরিক উপস্থিতি না রাখার ইস্যুতে রাশিয়া ও তালেবান একই অবস্থান নেওয়ায় একটি নতুন আঞ্চলিক বাস্তবতা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় খোলার সম্ভাবনা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ