প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
দাদার লাঠির আঘাতে প্রাণ গেলো এক মাসের শিশুর

নিজিস্ব প্রতিবেদন: যশোর সদর উপজেলার ফতেপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনায় দাদার লাঠির আঘাতে এক মাস বয়সী নাতনির মৃত্যু হয়েছে। গতকাল, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে এই দুঃখজনক ঘটনাটি ঘটে।
নিহত শিশুটির নাম মাহেরা আক্তার মিনতাহ। তার বয়স মাত্র এক মাস এবং সে মিরাজুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার চাঁনপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান নামের এক ব্যক্তি প্রায়ই তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন। মঙ্গলবার রাতেও একটি তুচ্ছ বিষয় নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে শাহজাহান রাগের মাথায় লাঠি দিয়ে তাঁর স্ত্রীকে আঘাত করতে যান।
তবে, দুর্ভাগ্যবশত সেই আঘাত সরাসরি তাঁর নাতনি মাহেরা আক্তার মিনতাহার মাথায় লাগে। আঘাতের ফলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্ত শাহজাহানকে আটক করে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজাহান মূলত তাঁর স্ত্রীকে আঘাত করতে চেয়েছিলেন, কিন্তু সেই আঘাতই শিশুটির মৃত্যুর কারণ হয়েছে। বর্তমানে শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই হৃদয়বিদারক ঘটনায় ওই এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ