প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
ঝিকরগাছায় অস্ত্র, ওয়াকিটকি ও সরঞ্জামসহ চার যুবক আটক

ঝিকরগাছা প্রতিনিধি: যশোর ঝিকরগাছায় দেশীয় অস্ত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম এবং পাঁচটি মোটরসাইকেলসহ চার যুবককে আটক করেছে পুলিশ। সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য সন্দেহে শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপজেলার কাউরিয়া গ্রামের একটি হাঁসের খামারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। রাত ৯টার দিকে উপজেলার কাউরিয়া গ্রামের আওলিয়া পাড়ায় সোহাগের হাঁসের খামার থেকে চার যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন: ইউনুস আলী (৩০), মাহবুব (৩৫), শিমুল হোসেন (৩৮) ও হাসিব হোসেন (২৫)।
অভিযানকালে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে: দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র: রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া, হাত করাত, ছুরি, চাকু। যোগাযোগ সরঞ্জাম: ওয়াকিটকি (ওয়ারলেস সেট)। নকল অস্ত্র: খেলনা পিস্তল। অন্যান্য সরঞ্জাম: পাঁচটি মোটরসাইকেল, রিফ্লেক্টিভ জ্যাকেট, বিদেশি মদ, স্বর্ণ মাপার মিটার, হাতুড়ি, সিসি ক্যামেরা, মুখোশ ও টর্চলাইট।
ওসি নূর মোহাম্মদ গাজী আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহাগ ও তার কয়েকজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ