প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 12, 2025 ইং
নিখোঁজের ৪ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: নিখোঁজের চারদিন পর যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহত ভ্যানচালকের নাম মাসুদ রানা (২১)। তিনি যশোরের শার্শা উপজেলার উলাশী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থানে একটি নির্মাণাধীন বাড়ির কক্ষের জানালার সঙ্গে বাঁধা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী নুর মোহাম্মদ এই তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত ভ্যানচালকের বাবা আব্দুল আজিজ জানান, গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে মাসুদ রানা ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। তিনি নিয়মিত আসরের নামাজের পরপরই বাড়ি ফিরলেও, সেদিন এশার আজান হয়ে গেলেও তিনি ফেরেননি। খোঁজাখুঁজির পর না পেয়ে পরের দিন শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নিহত মাসুদের বাবার অভিযোগ, ছিনতাইকারীরা ভ্যানের জন্য তাঁর ছেলেকে ফাঁস দিয়ে হত্যা করেছে।
ওসি গাজী নুর মোহাম্মদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ