প্রিন্ট এর তারিখঃ Oct 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 15, 2025 ইং
যশোরের অভয়নগরে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিনিধি : যশোরের অভয়নগরে আসাদুল সরদার (৫০) নামে এক রাজমিস্ত্রির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার গুয়াখোলা গ্রামে মসজিদে আরাফাতের সামনে রেল বস্তি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আসাদুল সরদার গুয়াখোলা গ্রামের সাদেক সরদারের ছেলে। রেল বস্তির একটি ঘরে একা বসবাস করতেন তিনি। পেশায় ছিলেন রাজমিস্ত্রি।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে মসজিদে আরাফাতের সামনে রেল বস্তির একটি টিনের ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আসাদুল সরদার নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি একা ওই ঘরে বসবাস করতেন।
নিহতের প্রতিবেশীরা জানায়, রাজমিস্ত্রি আসাদুলের দুই স্ত্রী তাকে ছেড়ে অন্যত্র বসবাস করেন। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে মনে হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বলেন, ‘আসাদুল সরদার নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ