নেতাকর্মীদের হুঁশিয়ারি: দাবি না মানলে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সরকার যদি গণমানুষের ৫ দফা দাবি মেনে না নেয়, তাহলে জাতি আরও সংকটে পড়বে।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার চেষ্টা একটি বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়নের অংশ।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি নভেম্বরে গণভোট এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয়, তবে জনগণ শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে। সরকারের প্রতি অবিলম্বে গণমানুষের ৫ দফা দাবি মেনে নিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করার আহ্বান জানানো হয়। তারা জোর দেন যে, এই দাবি পূরণ হলে শুধু জামায়াত নয়, গোটা জাতির মঙ্গল হবে।
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ
মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন— জামায়াতে ইসলামির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ইয়াছিন আরাফাত ও মো. শামছুর রহমান।
এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ সহ বিভিন্ন সমমনা রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী নেতারা দৃঢ়ভাবে বলেন, ৫ দফা দাবি বাস্তবায়নই দেশের জনগণের মুক্তির পথ খুলে দেবে। সরকার দাবি উপেক্ষা করলে আন্দোলন আরও তীব্র হবে বলে তারা হুঁশিয়ারি দেন।