প্রিন্ট এর তারিখঃ Dec 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ 31 October 2025, 12:21 ইং
ইজিবাইক চালক হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

স্টাফ রিপোর্টার যশোর
ইজিবাইক চালক ইমামুল হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় যশোরের সর্বস্তরের জনগণের ব্যানারে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও সদর উপজেলা ডহুর মাগুরা গ্রামের দুই শতাধিক নিহতের স্বজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ট্রাকের বেপরোয়া গতির কারণে ইজিবাইক চালক ইমামুলকে চাপা দিয়ে হত্যা করে। অনতি বিলম্বে ট্রাক চালককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ট্রাক চালককে শাস্তির আওতায় না দিয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধন থেকে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ