প্রিন্ট এর তারিখঃ Dec 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ 02 December 2025, 05:50 ইং
যশোরে ভারতীয় সিমসহ আটক বাবুল হোসেনের ২ দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে বিপুল পরিমাণ ভারতীয় সিম কার্ডসহ ভিওআইপি ব্যবসায়ী বাবুল হোসেনের ২ দিনের রিমান্ড মঞ্জু করেছে আদালত। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন এ আদেশ দিয়েছেন। বাবুল হোসেন ঝিনাইদাহ মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের মোহাম্মদ চাঁদ আলী বিশ্বাসের ছেলে। বাবুল বর্তমানে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচা বাজার মসজিদ গলির খন্দকার মিলনের বাড়ির ভাড়াটিয়া।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১১ নভেম্বর দিবাগত গভীর রাতে ডিবি পুলিশ শহরের চুয়াডাঙ্গা বাজার সমজিদ গলির খন্দকার মিলনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাবুলকে আটক ও তার রুম তল্লাশি করে একটি ডেল কোম্পানির ল্যাপটপ, ভারতীয় বিভিন্ন কোম্পানির ৩শ’১৭ টি সিম কার্ড, ভিওআইপি’র কাজে ব্যবহৃত একটি কালো রং এর মেশিন, দুটি বাংলাদেশি মোবাইল কোম্পানির সিম কার্ড এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বাবুল হোসেন বাদী হয়ে আটক আসামিসহ অপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মঞ্জুল হক ভুইয়া আটক বাবুল হোসেনের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল আসামির আবেদনের শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ