প্রিন্ট এর তারিখঃ Dec 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ 04 December 2025, 04:45 ইং
গুলশানে রুদ্ধদ্বার বৈঠক শেষে বিএনপির ঘোষণা: তারেক রহমান দ্রুত দেশে আসছেন

স্বপ্নভূমি ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার নির্দিষ্ট সময় বা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও সালাহউদ্দিন আহমেদের এমন মন্তব্যের পর রাজনৈতিক মহলে তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে গুঞ্জন জোরদার হয়েছে।
বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বিএনপির এই সিনিয়র নেতা সাংবাদিকদের বলেন, এটি তাদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক। এই বৈঠকে মূলত দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামনের নির্বাচনী কৌশল, এবং নির্বাচনী প্রচারণাসহ বিভিন্ন রুটিন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
যদিও দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নির্ধারণের বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা আলোচনা করেছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানতে চাওয়া হলে সালাহউদ্দিন আহমেদ সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, “চেয়ারপারসনের শারীরিক অবস্থার যাবতীয় সব তথ্য ড. এ জেড এম জাহিদ হোসেনের কাছে আছে। এ ব্যাপারে তিনি কথা বলবেন।”
তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার ঠিক আগে এমন রুদ্ধদ্বার বৈঠক এবং এর পরপরই স্থায়ী কমিটির নেতার বক্তব্য, বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ