প্রিন্ট এর তারিখঃ Dec 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ 06 December 2025, 04:59 ইং
৬০ হাজার টন মার্কিন গম নিয়ে চতুর্থ জাহাজ চট্টগ্রাম বন্দরে

স্বপ্নভূমি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় আমদানি করা গমের চতুর্থ চালান চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। এই চালানে ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম রয়েছে।
আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বাংলাদেশ ইতোমধ্যে সরকার টু সরকার (জি টু জি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করার কথা রয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এবারের চালানটিসহ মোট চারটি চালানে এখন পর্যন্ত ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।
পূর্ববর্তী চালানগুলোর তথ্য:
- প্রথম চালান: ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন (২৫ অক্টোবর)
- দ্বিতীয় চালান: ৬০ হাজার ৮০২ মেট্রিক টন (৩ নভেম্বর)
- তৃতীয় চালান: ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন (১৫ নভেম্বর)
- চতুর্থ চালান: ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন (৫ ডিসেম্বর)
খাদ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বহির্নোঙরে নোঙর করা জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। গুণগত মান পরীক্ষা শেষে দ্রুততম সময়ের মধ্যে গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ