প্রিন্ট এর তারিখঃ Dec 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ 08 December 2025, 10:59 ইং
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে অভিবাসী নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু

স্বপ্নভূমি ডেস্ক:
ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করার সময় গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে একটি নৌকা ডুবে কমপক্ষে ১৮ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। এ সময় দুজনকে সমুদ্র থেকে উদ্ধার করা হয়। শনিবার (৬ ডিসেম্বর) গ্রিক কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। কর্তৃপক্ষ জানায়, নৌকাটি প্রথমে একটি তুর্কি পণ্যবাহী জাহাজ শনাক্ত করে। এরপর দুজনকে জীবিত উদ্ধার করা হয় এবং তাদের ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়।
২০১৫-১৬ সালে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে দশ লাখেরও বেশি মানুষ ইউরোপে প্রবেশ করলে গ্রিস অভিবাসন সংকটের মুখে পড়ে। রয়টার্স প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা মানুষদের জন্য গ্রিস ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের একটি প্রধান পথ যেখানে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক মাসগুলোতে, লিবিয়া থেকে ক্রিটে আগমন আগের চেয়ে অনেক বেড়েছে বলে জানানো হয়।
এদিকে, কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হতে পারেনি যে নৌকাটি কোথা থেকে এসেছে।
ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ এবং একটি বিমান, একটি গ্রিক কোস্টগার্ড হেলিকপ্টার এবং তিনটি বাণিজ্যিক জাহাজ অনুসন্ধান অভিযানে অংশ নেয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ