প্রিন্ট এর তারিখঃ Dec 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ 09 December 2025, 13:56 ইং
ডিসেম্বরের সাত দিনে এলো ৮৭ কোটি ৬০ লাখ ডলার

স্বপ্নভূমি ডেস্ক:
ডিসেম্বরের সাত দিনে প্রবাসী আয় এসেছে ৮৭ কোটি ৬০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১০ হাজার ৬৮৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। সোমবার (৮ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তথ্য অনুযায়ী, আগের বছরের ডিসেম্বরের প্রথম সাত দিনের গড় প্রবাসী আয় ছিল ৬১ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৩৩৩ ডলার। আর আগের মাস নভেম্বরের প্রথম সাত দিনে প্রবাসী আয় ছিল ৬৭ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৩৩৩ মার্কিন ডলার।
এ হিসাবে চলতি অর্থবছরে যে উচ্চ প্রবাসী আয়ের ধারা সূচিত হয়েছে এবং নভেম্বর মাসে অব্যাহত ছিল; ডিসেম্বরে সেই তা আরও বেড়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আগের বছরের একই সময়ে ১৬.৪০ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। এ সময়ে প্রবাসী আয় এসেছে ১৩৬ কোটি ৭১ লাখ ডলার। আগের বছরের একই সময়ের চেয়ে ১১৭ কোটি ৩২ লাখ ডলার। এ ধারা অব্যাহত থাকলে ডিসেম্বর প্রবাসী আয়ে নতুন রেকর্ড তৈরি হতে পারে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ