প্রিন্ট এর তারিখঃ Dec 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ 10 December 2025, 13:43 ইং
অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা

অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগর উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লাভলী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, নওয়াপাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জাগরণী চক্র ফাউন্ডেশনের ওয়াটার ক্লাস্টার অফিসার কৃষিবিদ তাহিরা ইসলাম মুনিয়া, সুকুমার বিশ্বাস, মান্নান শেখ, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, মো. জহুরুল ইসলাম, উপজেলা ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম ফরাজী প্রমুখ। সভার শুরুতে প্রকল্পের চলমান কার্যক্রম ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন, প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।
প্রকল্পের সদস্যরা তাদের বক্তব্যে বলেন, সরকারি খাল খননে এখন বড় বাধা নেট-পাটা ও কচুরিপানা। ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযানের কথা থাকলেও বিভিন্ন কারণে তা বন্ধ রয়েছে। ফলে খালপাড়ের অধিকাংশ বাসিন্দা ও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা সরকারি খালের ভেতরে অবৈধভাবে নেট-পাটা বসিয়ে পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে। যে কারণে জন্ম নিয়েছে প্রচুর পরিমানে কচুরিপানা। সভা শেষে সদস্যদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ