প্রিন্ট এর তারিখঃ Dec 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ 13 December 2025, 11:48 ইং

মাসুদুর রহমান শেখ, শার্শা:
বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় শার্শা উপজেলার ৩নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) বিকাল ৪ টায় ধান্যখোলা মাধ্যমিক বিদ্যালয় এর মাঠ প্রাঙ্গনে ৩ নং বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানের আলোজন করা হয়।
শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের বিএনপির ৫নং ওয়ার্ডের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর- শার্শা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ,মেজর জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত সৎ ও সাহসী নেতা। তিনি কোন সম্পদ রেখে যাননি। তারেক রহমান একবার বলেছিলেন, আমার মা আব্বার একটি ফুলপ্যান্ট কেটে হাফপ্যান্ট তৈরি করে আমাকে পরিয়ে দিয়েছেন। এতটাই সৎ ছিলেন তিনি।
রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় আটক করে কারাবন্দি রাখা হয়েছিল, কিন্তু কোন প্রমাণ হয়নি। দীর্ঘ কারাবাসের কারণে তার শারীরিক অবস্থা অনেক খারাপ। সবাই তার জন্য দোয়া করবেন, যেন তিনি সুস্থভাবে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুর রহমান নেদা, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদাদ, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায় সবুর হোসেন, উপজেলা বিএনপির আইন সম্পাদক মসিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শহিদুল ইসলাম। উপজেলা সেচ্ছাসেবকদল এর আহবায়ক আসাদুজ্জামান রিপন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টু,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,অর্থ সম্পাদক আব্দুস সামাদ,প্রচার সম্পাদক আব্দুল মোন্নাফ,বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক জনি হায়দার,বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শুকুর আলী,বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী কামরুজ্জামান,পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ,
বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন,সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিনসহ বিএনপির সকল অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল হাই, যিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। এ দোয়া অনুষ্ঠানে হাজার হাজার সাধারণ মানুষ ও বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মোনাজাত করেন। দোয়া অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সম্পর্কিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।