প্রিন্ট এর তারিখঃ Dec 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ 14 December 2025, 04:18 ইং
যশোর ভায়না গ্রামের হাবিবুরের ডাকাতির ঘটনায় মাসুম সরদারকে আটক, আদালতে স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক :
যশোর সদরের ভায়না গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে মাসুম সরদার নাকে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২১ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার রাতে ঢাকার কমদতলি থেকে তাকে আটকক রা হয়। আটক মামুম সরদার খুলনা সোনাডাঙ্গার আল-আমিন মহল্লার বাচ্চু সরদারের ছেলে ও ঢাকা কদমতলি রায়েবাগ খানকা এলকার বাসিন্দা।
আটক মাসুম সরদারকে গতকাল শনিবার যশোর আদালতে সোপর্দ করা হলে ডাকাতির সাথে নিজে জড়িত অপর জড়িতের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা আসামির জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৪ নভেম্বর রাতে খাওয়া-দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। ঘরের পিছনে তালা ভেঙ্গে গভীর রাতে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ২ লাক টাকা, ১৮ লাখ টাকার স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও ৭০ হাজার টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে ৫ নভেম্বর কোতয়ালি থানায় ডাকাতি মামলা করেন।
এ মামলার তদন্তকালে সিসিটিভি ফুটেজ টিসি বিশ্লেষণ শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুম সরদারকে ঢাকার কদমতলির রায়েরবাগ খানকা এলাকা থেকে তাকে আটক করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ