প্রিন্ট এর তারিখঃ Dec 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ 14 December 2025, 13:15 ইং
উপশহরে বাস পড়ানো মামলার আ.লীগের তিন কর্মী আটক

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর উপশহরে পার্ক রোডে পার্কিং করা গাড়িতে আগুন দেয়ার ঘটনার মামলায় আওয়ামী লীগের তিন কর্মীকে আটক করেছে চাঁচড়া ফাঁড়ি পুলিশ। শনিবার দিবাগত রাত গভীর রাতে চাঁচড়া চেকপোস্ট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, চাঁচড়া চেকপোস্ট পশ্চিম পাড়ার মৃত কামরুল ইসলামের ছেলে মেহেদী হাসান, আইয়ুব খাঁর ছেলে মহিনুল ইসলাম আপন ও আসাদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন।
যাত্রাবাড়ির ইনচার্জ ইন্সপেক্টর ও মামুনুর রশিদ সাংবাদিকদের জানিয়েছেন, আটক আসামিরা আওয়ামী লীগের সক্রিয় কর্মী। আওয়ামী লীগের ছাত্রছায় থেকে তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি বোমাবাজিসহ নানা অপরাধে জড়িত। যশোর-মাগুরা সড়কের একটি যাত্রীবাহী বাস (মাগুরা জ ১১ ০০০৭) যশোর উপশহর পার্ক রোডে পার্কিং করা ছিল। ১২ নভেম্বর ভোরে কে বা কারা আগুন দিয়ে বাসটি পুড়িয়ে দেয়। এই ঘটনায় বাসের মালিক যশোর কোতয়ালী থানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপশহর পুলিশ ক্যাম্পের এসআই শাহীনুর রহমান সাংবাদিকরেদ জানিয়েছেন, ওই তিনজনকে বাস পোড়ানো মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ