প্রিন্ট এর তারিখঃ Dec 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ 14 December 2025, 14:17 ইং
যশোরে তানভীর হত্যার মামলার আসামি কালা মানিক নড়াগাতি থেকে আটক

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোর শহরের হাজারিগেট কলোনিপাড়ার সন্ত্রাসী তানভীর হত্যা মামলার আসামি মানিক ওরফে কালা মানিককে আটক করেছে পুলিশ। কালা মানিক বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার মুজিবর সরদারের ছেলে। গতকাল রোববার বিকেলে নড়াইলের নড়াগাতি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা কোতয়ালী থানার এসআই আলমগীর হোসেন।
মামলার অভিযোগে জানা গেছে, গত ৬ ডিসেম্বর দিবাগত রাতে বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে সন্ত্রাসীদের চুরিকাঘাতে খুন হয় শংকরপুর হাজারীগেট কলোনি পাড়ার মিন্টু গাজীর ছেলে হত্যাসহ ৪ মামলার আসামি তানভীর। এঘটনায় নিহতের পিতা কাউন্সিলর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুলসহ ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এ মামলার এজাহারনামীয় আসামি কালা মানিক ঘটনার পর যশোর থেকে পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা তার অবস্থান নিশ্চিত হয়ে গতকাল বিকিলে তার গ্রামের বাড়ি নাড়াইলের নড়াগাতি থানা সদর থেকে তাকে আটক করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ