প্রিন্ট এর তারিখঃ Dec 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ 16 December 2025, 15:17 ইং
বিএনপি মানবিক, গণতান্ত্রিক, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায়-নার্গিস বেগম

স্টাফ রিপোর্টার, যশোর:
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বিএনপি মানবিক, গণতান্ত্রিক, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। যেখানে সকল নাগরিকের ন্যায় বিচার ও মৌলিক অধিকার নিশ্চিত থাকবে। সকলের ধর্মের ও মত পথের মানুষ সমান অধিকার পাবে এবং সকলে স্বাধীন ভাবে ধর্ম পালন করতে পারবে। সংবিধান আমাদের সেই স্বীকৃতি দিয়েছে, আমরা সেটি নিশ্চিত করতে চাই। তিনি বলেন, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। দেশ ভালো রাখতে গেলে রাখতে এমন সরকার দরকার, যে সরকার দেশকে নিরাপদে রাখতে পারবে। দেশের সীমান্ত সুরক্ষা থাকবে।

সোমবার যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দলের ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ড শাখার আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাহাদুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, যাদের সামনে দেশ পরিচালনার কোন দুরদৃষ্টি নেই। কিংবা জনকল্যাণের ভাবনা, কি ভাবে মানুষ ভালো থাকবে কিংবা দেশ নিরাপদ থাকবে এই ভাবনা যাদের মধ্যে নেই। জনগণ তাদের কাছ থেকে কিছু আশা করতে পারে না। বিএনপি ইতিপূর্বে চার চারবার দেশ পরিচালনা করে প্রমাণ দিয়েছে, দেশ ও জনগণের জন্য তাদের ভাবনা ও দুরদৃষ্টি কতখানি। আগামীতে জনগণ যদি বিএনপির প্রতি আস্থা রাখে, আবারও তার যথার্থ প্রমাণ দিতে সক্ষম হবে। বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয় তার বাস্তবায়ন করে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। ৫ আগস্ট পট পরিবর্তনের পর সুযোগ সন্ধানী দুষ্কৃতিকারীরা সহিংসতা ঘটাতে চেয়েছিল। কিন্তু বিএনপি কর্মীদের দৃঢ়তায় সেটি করতে পারেনি। আমরা শান্তি শৃঙ্খলা বিশ^াসী।
তিনি বলেন, দেশ কোন বিশেষ ধর্মে নয়, আজকে যারা ধর্মের জিকির তোলেন। তাদের পরিষ্কার ভাষায় বলতে চাই, মহান জাতীয় সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন এই দেশ কোন হিন্দু মুসলিমের নয়, সকলের ধর্মের মানুষের। দেশ স্বাধীন করতে প্রত্যেক ধর্মের মানুষের রক্ত ঝরেছে। জুলাই আন্দোলনে সকলের রক্ত ঝরেছে। তাই সকলকে সাথে নিয়ে বিএনপি আগামীর বাংলাদেশ গড়তে চায়।
নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক সুফিয়া মাহমুদ রেখার সভাপতিত্বে এবং সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভিন শেলীর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মধু, মহিলা দল নেত্রী মাজেদা ফারুক, রিজিয়া পারভিন প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ