প্রিন্ট এর তারিখঃ Dec 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ 17 December 2025, 11:05 ইং
যমুনার জীববৈচিত্র্য রক্ষা করেই হবে নদী শাসন: রিজওয়ানা হাসান

স্বপ্নভূমি ডেস্ক : যমুনা বাংলাদেশের অন্যতম প্রধান এবং জীবনদায়ী নদী। এই নদীর গতিশীলতা ও জীববৈচিত্র্য রক্ষা করেই টেকসই নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণের বিস্তৃত পরিকল্পনা নিতে হবে। আজ বুধবার রাজধানীর পান্থপথে পানি ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, “যমুনা নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে শুধু প্রকৌশলগত দিক দেখলে হবে না, বরং নদীর আকার-আকৃতি ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিকেও নজর দিতে হবে। যমুনা পাড়ের মানুষের জীবনযাত্রা এবং সেখানকার জীববৈচিত্র্যের সুরক্ষা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার।”
কৃষি ও পরিবেশ রক্ষায় গুরুত্বারোপ করে তিনি বলেন, বোরো চাষাবাদের জন্য পর্যাপ্ত পানির সংস্থান এবং দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ততা হ্রাসে দ্রুত ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। নদী শাসনের ফলে যেন প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি।
বাংলাদেশের উন্নয়নে জাপানের ভূমিকার প্রশংসা করে রিজওয়ানা হাসান বলেন, “স্বাধীনতার পর থেকেই জাপান বাংলাদেশের এক পরীক্ষিত বন্ধু। অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য।” তিনি ভবিষ্যতে এই উন্নয়ন সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনছি। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এবং পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. এনামুল হক সেমিনারে বক্তব্য রাখেন।
বক্তারা যমুনা নদীর টেকসই ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতার সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী রূপরেখা প্রণয়নের ওপর জোর দেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ