প্রিন্ট এর তারিখঃ Dec 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ 17 December 2025, 16:16 ইং
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন উলাশী ইউনিয়নে

স্টাফ রিপোর্টার, যশোর:
৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শার্শা আদর্শ শাখার উদ্যোগে ১৬ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। জাঁকজমকপূর্ণ এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় শার্শা ইউনিয়নের ৯নং ওয়ার্ডকে পরাজিত করে উলাশী ইউনিয়নের ৩নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি তুলে দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শার্শার এমপি পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।
এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে শরীরচর্চা ও সুস্থ বিনোদনের গুরুত্ব তুলে ধরেন এবং বিজয় দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।
উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা পশ্চিমের সেক্রেটারি খালিদ ইবনে খলিল এবং এইচআরডি সম্পাদক আবুজার। এছাড়াও উপস্থিত ছিলেন, জামায়াতের শার্শা থানা আমীর ও উপাধ্যক্ষ মাওলানা ফারুক হাসান এবং থানা সেক্রেটারি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ছাত্রশিবির শার্শা আদর্শ থানার সভাপতি হাদিউজ্জামান জুয়েল এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মেহেদী হাসান। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ