প্রিন্ট এর তারিখঃ Dec 17, 2025 ইং || প্রকাশের তারিখঃ 17 December 2025, 16:23 ইং
সীমান্তে দুইজন আসামিসহ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ

মাসুদুর রহমান শেখ, শার্শা:
সীমান্তে বিজিবির পৃথক অভিযানে দুইজন আসামিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মালিকবিহীন অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল আইসিপি, হিজলী সীমান্ত ও যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলো- যশোরের কোতয়ালী থানার হাসিমপুর এলাকার ইসালী গ্রামের মৃত-ইনামুল কবিরের ছেলে সৈকত বিন ইনামুল (৩৩) ও একই এলাকার জোত রহিমপুর গ্রামের জাহিদ হাসানের ছেলে জিসান (১৯)।
বিজিবি সূত্র জানায়, অভিযানে ভারতীয় গাঁজা, নেশাজাতীয় উইনসেরেক্স সিরাপ, শাড়ি, কম্বল, শাল-চাদর ও বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৭ হাজার ১০০ টাকা।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুইজন আসামি আটক ও মালিকবিহীন অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। আটককৃতদের যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ও অবৈধ পণ্য জব্দ করাসহ চোরাকারবারী আটক করা সম্ভব হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ