প্রিন্ট এর তারিখঃ Dec 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ 18 December 2025, 12:52 ইং
অস্ত্র ব্যবসায়ী সেই ছাত্রলীগ নেতা ‘আকুল’ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, যশোর:
যশোরে কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী শার্শা উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আকুল হুসাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায় তার শ্বশুড় বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলা ডিবি পুলিশের একটি টিম।তিনি বেনাপোল ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আকুল আওয়ামী লীগ সরকারের শাসন আমলে প্রভাবশালী ছাত্রলীগ নেতা ছিলেন। বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটনের ঘনিষ্ট সহযোগী ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আকুল আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে শার্শা ও কোতোয়ালি থানায় হত্যা অস্ত্র মাদকসহ প্রায় এক ডজন (১১টি) মামলা রয়েছে।
এরআগে, ২০২১ সালের পহেলা সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান বিভাগের তিনটি দল মিরপুর, দারুস সালাম ও গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন, ৮টি গুলি ও একটি প্রাইভেটকারসহ আকুল হোসেন ও চার সহযোগিকে আটক করে। বড় এই চালানটি ধরা পড়ার পর আকুলের অস্ত্র ব্যবসার তথ্য প্রকাশ্যে আসে ৷
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ