প্রিন্ট এর তারিখঃ Dec 19, 2025 ইং || প্রকাশের তারিখঃ 19 December 2025, 12:59 ইং
শাহবাগে নাহিদ ইসলামের হুঁশিয়ারি: ‘শহীদ হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে দিতে হবে’

স্বপ্নভূমি ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছেছে। এদিকে তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী। উদ্ভূত পরিস্থিতিতে শাহবাগে ছাত্র-জনতার জমায়েতে অংশ নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
মরদেহ দেশে পৌঁছানো ও বর্তমান অবস্থান সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি (বিজি-৫৮৫) আজ সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে মরদেহ বের করার কথা রয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দর এলাকায় পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
নাহিদ ইসলামের বক্তব্য ও ষড়যন্ত্রের সতর্কতা বৃহস্পতিবার রাতে হাদির মৃত্যুর খবর আসার পর থেকেই শাহবাগে জড়ো হতে শুরু করে সাধারণ মানুষ। সেখানে উপস্থিত হয়ে নাহিদ ইসলাম বলেন, "আন্দোলনের ক্ষোভকে কাজে লাগিয়ে একটি মহল স্যাবোটাজ বা নাশকতার পরিকল্পনা করছে। এখন জাতিকে বিভক্ত করার সময় নয়। যারা আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে নিতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।"
তিনি আরও বলেন, "ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে একই মঞ্চে আসতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা আগামীকাল কর্মসূচি দেব।"
ভারতকে কড়া বার্তা হাদির হত্যার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, হত্যাকারীরা গুলি করে ভারতে পালিয়ে গেছে। তিনি দাবি করেন, "হত্যাকারীদের ফেরত দিতে হবে। তাদের ফেরত দেওয়ার আগে ভারতের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক থাকা উচিত নয়।"
যেভাবে হামলার শিকার হন হাদি গত ১২ ডিসেম্বর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে প্রচারণা চালানোর সময় রিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি ছোড়ে দুই দুর্বৃত্ত। গুলিটি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর গত ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উত্তেজনা ও পরবর্তী পদক্ষেপ শহীদ হাদির মৃত্যুর সংবাদে গতকাল রাতে কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা খুব দ্রুতই পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং শহীদ ভাইয়ের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ