প্রিন্ট এর তারিখঃ Dec 20, 2025 ইং || প্রকাশের তারিখঃ 19 December 2025, 13:37 ইং
ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও দোয়া

যশোর প্রতিনিধি:
জুলাই যোদ্ধা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে মসজিদে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। একইসাথে পরিকল্পিত এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। যশোরের ছাত্র জনতার ব্যানারে আজ বাদ জুম্মা যশোর মডেল মসজিদ দোয়া শেষে মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় শিক্ষার্থী ও জনতা — “দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?”, “ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, “ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”, "একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর", “ইনকিলাব ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ”, “আপোস না সংগ্রাম—সংগ্রাম সংগ্রাম” এবং “মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ”— এমন বিভিন্ন স্লোগান দেন।
মিছিলটি যশোর প্রেসক্লাব, ঈদগাহ মোড়, দড়াটানা হয়ে পুরাতন কসবায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে ওসমান হাদীর জন্য আবারো দোয়া অনুষ্ঠিত হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ